Adobe Premiere Pro Full Course

Adobe Premiere Pro Full Course ভিডিও এডিটিং সম্পূর্ণ কোর্স

কয়েকটি স্তেভে সাজানো হয়েছে

01 ভিডিও এডিটিং সফটওয়্যার পছন্দ করুন ( পার্সোনাল আর প্রফেশনাল)

02 আপনার কম্পিউটারে ভিডিও এডিটিং সফটওয়্যার টি ইন্সটল করুন।

03 সফটওয়্যার টি ওপেন করুন। নতুন একটি প্রজেক্ট  তৈরি করুন।

04 আপনার ফুটেজগুলো একে একে সফট্ওয়ারে ভিতরে ইনপুট করুন। 

05 ভিডিও গুলো কেটে কেটে একটার পর একটার পর একটা এড করুন । 

06 ভিডিওগুলো প্রিভিউ করে সুন্দরভাবে দেখে নিন। 

07 হয়ে গেলে এক্সপোর্ট করে ফেলুন ।



উল্লেখ্য, এখানে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। ভিডিও এডিট করা সুযোগ রয়েছে। আপনি যদি, প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান? তাহলে এডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইনস্টল করার জন্য। প্রথমে এডোবি ক্রিটিভ ক্লাউড ,ডাউনলোড করে কম্পিউটারে সেটআপ করুন। Link Here

ইনস্টল হওয়ার পর,ডেক্সটপ থেকে ডাবল ক্লিক করে। ক্রিটিভ ক্লাউড সফটওয়্যার টি ওপেন করুন। আপনার পছন্দের সফটওয়ারট সিলেট করে, ট্রাই তে ক্লিক করুন। ইন্টারনেট সংযোগ থাকলে । অটোমেটিকলি ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে। সফটওয়ারটি সাত দিনের জন্য। ফ্রী অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন। সাত দিন শেষ হয়ে গেলে। লাইসেন্স একটিভ করে, ব্যবহার করতে পারবেন। 



আপনার কাছে কেনা সমর্থ যদি না থাকে। তাহলে বাইপাস করে, সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। তার জন্য। প্রথমে এই লিঙ্কে ক্লিক করে। (LInk Here) সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলুন। সফটওয়ারটি আনজিপ করুন। আনজিপ করার জন্য ।উইনার সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন। (Link Here) কম্পিউটারের এন্টিভাইরাস সফটওয়্যার টি অফ করুন। ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করুন। প্রসেসটি সম্পূর্ণ বুঝতে না পারলে এই ভিডিওটি ফলো করুন। ভিডিওটি ওপেন না হলে। ভিপিএন কানেক্ট করে । পেজটি লোড করুন । 



ভিডিও এডিটিং। কিভাবে শুরু করবেন, সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল গুলো দেখুন। সম্পূর্ণ কোর্স লিংক হেয়ার