Bijoy Bangla Typing Sheet PDF

ল্যাপটপ কিংবা কম্পিউটারে বাংলা লেখার সহজ উপায়। কোন ঝামেলা ছাড়া । কোনো রকমের টাইপিং কোনো বিরতি ছাড়া। যদি বাংলা লিখতে চান ।  আপনার কম্পিউটারে, বিজয় সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই বাংলা লিখতে পারেন।



Bijoy Bangla Typing Software About

মোস্তফা জব্বার (বাঙালি: মোস্তাফা জব্বার, উচ্চারিত [মোস্তাপা দ্ব্বার]; জন্ম: 12 আগস্ট 1949)  একজন বাংলাদেশী ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং বাংলাদেশ সরকারের বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। তিনি বিজয় বাংলা কীবোর্ড তৈরির জন্য সুপরিচিত, যা ১৯৮৮ সালে বিকশিত হয়েছিল এবং ইউনিকোড ভিত্তিক অভ্র কীবোর্ড প্রকাশ না হওয়া পর্যন্ত এটি বহুল ব্যবহৃত বাংলা ইনপুট পদ্ধতিতে ব্যবহৃত হয়েছিল। তিনি পর পর চারবার বাংলাদেশের জাতীয় আইসিটি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।  তিনি ১৯৮7 (বাংলা ভাষা নির্ধারণ আইন, ১৯৮৭; বাংলা ভাষা বাস্তবায়ন আইন, ১৯৮7) বাংলা ভাষা প্রচলন আইন-এর চ্যাম্পিয়ন এবং ডিজিটাল মিডিয়াতে বাংলা ভাষার প্রচারের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।



Bijoy Download For Windows 10

বিজয় বায়ান্ন একটি পেইড সফটওয়্যারগ। যা আপনাকে কিনে ব্যবহার করতে হবে । ফ্রিতে সফটওয়ারটি পাওয়া যায় না। অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে। সফটওয়্যারটি খুব সহজেই ডাউনলোড করে। আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন। পার্সোনাল ব্যবহারের জন্য পার্সোনাল লাইসেন্স। অরগানাইজ বা বিজনেস ব্যবহার করার জন্য বিজনেস লাইসেন্স। দুটি উপায় আপনি সফটওয়্যার টি কিনতে পারেন। লিংক দেওয়া হল



কিভাবে কম্পিউটারে বাংলা লিখবেন এবং নিয়ম বলিল।

প্রথমে বিজয় সফটওয়্যার টি ডাউনলোড করবেন। তারপরে ইনস্টল করবেন আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ। microsoft-office ফটোশপ, অন্য জায়গায় বাংলা লেখার জন্য । ফন্ট সিলেক্ট করুন। আপনার কিবোর্ড বাংলায় করুন। অথবা শর্টকাট প্রয়োগ করতে পারে। ( Ctrl +Alt +b) বিজয় ক্লাসিক সিলেক্ট হবে।  ওয়েবসাইট বা যেকোনো, জায়গায় বাংলা লিখতে ইউনিকোড ব্যবহার করুন। ম্যানুয়ালি ইউনিকোড, সিলেট করতে পারেন । অথবা শর্টকাট ব্যবহার করতে পারেন।( Ctrl +Alt +v)  ইউনিকোডের মাধ্যমে যেকোনো জায়গায় আপনি বাংলা লিখতে পারবেন । খুব সহজেই, কোন ওয়ার্ড বা কোন কিবোর্ডের, অক্ষর পরিবর্তন হবেনা । বিজয় ক্লাসিক কিংবা বিজয় ইউনিকোড সবগুলোই একই সর্টকাটে কাজ করে। in short



কি বোর্ডের শর্টকাট। পিডিএফ বা শীট। কিভাবে করবেন।

যদি অনলাইনের মাধ্যমে বাংলা শিখতে চান তাহলে এই লিংকটি অনুসরণ করতে পারেন। Link

অথবা ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। in short

যারা ঘরে বসে প্র্যাকটিস করবেন। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে সহজে শিখতে পারেন।আপনার হাতে রেখে

অথবা অবসর টাইমে প্রিন্ট করা কাগজ থেকে শর্টকাট কী দেখবে মুখস্ত করতে পারেন। in short

কোন বাটনে কোন অক্ষরটি লুকায়িত আছে। নতুন অবস্থায় খুঁজে পাবেন না। in short

সেই ক্ষেত্রে আপনাকে এই পিডিএফ, ফাইলটি সহযোগিতা করতে পারে । আপনি খুব সহজেই খুজে পেতে পারেন। কোন বাটনে কোন শর্টকাট ,লুকায়িত আছে।



PDF Sheet Bangla Part 1 – 4