ভাবসম্প্রসারণ মুকুট পরা শক্ত; কিন্তু মুকুট ত্যাগ করা কঠিন

মুকুট পরা শক্ত; কিন্তু মুকুট ত্যাগ করা কঠিন
মুকুট পরা শক্ত; কিন্তু মুকুট ত্যাগ করা কঠিন

ভাবসম্প্রসারণ

মুকুট পরা শক্ত; কিন্তু মুকুট ত্যাগ করা কঠিন

 

 

ক্ষমতার মুকুট পরার ইচ্ছা প্রত্যেক মানুষের মধ্যে আছে। কেউ প্রকাশ করে, কেউ করে না। এই ইচ্ছা পূরণ করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও সাধনার। এর পাশাপাশি দরকার মেধা ও মননের। এরপরই কেবল ক্ষমতার মুকুট নাগালে আসে। ক্ষমতার আসন লাভের পর ক্ষমতাশালী ব্যক্তি অনেক কিছুই করতে পারে। অনেক সুখ ভোগ করতে পারে। বিলাস বহুল জীবন যাপন করতে পারে। আলাদিনের চেরাগ পেলে একজন মানুষ যেমন অসীম ক্ষমতাধর হয়। তেমনই ক্ষমতার আসনধারী মানুষও ঠিক তেমনই। ফলে ক্ষমতার প্রতি মানুষের লোভ ও দুর্বলতা আসে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন তারা ক্ষমতাপূর্ণ জীবন থেকে বাইরে আসার কথা কল্পনাও করতে পারে না। তখনই জাতির জীবনে বিপর্যয় নেমে আসে। ক্ষমতাবানরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অন্যায়ের পথ অবলম্বন করতেও পিছপা হয় না। যেকোনো ধরণের নিকৃষ্ট কাজ করেও তারা ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে। তখন ক্ষমতাবানরা দুর্নীতি, নিপীড়ন, নির্যাতন, জাতির সাথে প্রতারণা ইত্যাদি পথ অবলম্বন করে ক্ষমতার অপব্যবহার করে। ফলে ক্ষমতাধর ব্যক্তিদের শত্রু-মিত্র দুই-ই সৃষ্টি হয়। আর ক্ষমতা ছাড়ার সাথে সাথে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে। তাছাড়া সুখ ও বিলাসবহুল জীবন থেকেও তারা বঞ্চিত হয়। তাই তারা ক্ষমতার মোহে পড়ে মুকুট ত্যাগ করতে চায় না।

শিক্ষা: দেশ পরিচালকরাই মুকুটধারী। মুকুট পরার সাথে তাদের দায়িত্ব বেড়ে যায়। পাশাপাশি ক্ষমতা বা মুকুটের স্বাদ তারা গ্রহণ করতে করতে বিভোর হয়ে দেশ ও জাতীয় কল্যাণের কথা ভুলে যায়। ফলে ক্ষমতা ছেড়ে দেয়া তাদের জন্য অসম্ভব হয়ে পরে।

Banglank.com

Tree Plantation Paragraph

 

ভাবসম্প্রসারণ

news

আগুনে পুড়ে ছারখার গোপালগঞ্জের ঘাঘর বাজার