কিভাবে মোবাইল দিয়ে,গুগল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। গুগল প্লে থেকে,অ্যাপস ইন্সটল করার জন্য। ইউটিউবে সাবস্ক্রাইবের জন্য ।ইমেইল লেনদেন করার জন্য । একটা কাস্টম জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন ।তাহলে আপনি খুব সহজেই,এখান থেকে দেখে নিতে পারেন। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়, মোবাইল দিয়ে।
নতুন জিমেইল আইডি কিভাবে খুলবো।
গুগল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে জিমেইল ডট কম এ জান। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এবার নিচ থেকে পার্সোনাল ইউজ সিলেক্ট করুন। তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইমেইল এড্রেস পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করুন। মোবাইল নাম্বারটিও ভেরিফাই করুন। তারপর আপনার জন্ম তারিখটি টাইপ করুন। দয়া করে নিচের স্টেপগুলো ফলো করুন স্কিনশট গুলো দেখুন।
স্টেপ > 01 > জিমেইল ডট কম এ জান অথবা এই লিংকে ক্লিক করুন। ( Link Here ) এবার ক্রিয়েট অপশনে ক্লিক করুন।
স্টেপ > 02 > এবার এখানে ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করুন।
স্টেপ > 03 > এবার এই ফরমটি পূরণ করুন।
স্টেপ > 04 > এক্সাম্পল দেখে আপনার তথ্য এখানে টাইপ করুন। নেক্সট এ ক্লিক করুন।
স্টেপ > 05 > এবার আপনার কাছে থাকা মোবাইল নাম্বারটি টাইপ করুন। মোবাইল নাম্বার টাইপ করে নেক্সট এ ক্লিক করুন। স্টেপ > 06 > এবার আপনার মোবাইল চেক করুন sms-এর কোড দেয়া হয়েছে কোডটি এখানে টাইপ করুন।
স্টেপ > 07 > এবার এই ফরমটি পূরণ করুন। রিকোভারি একটা ইমেইল এখানে টাইপ করুন এটা গুরুত্বপূর্ণ। এরপর সঠিক জন্ম তারিখটি টাইপ করুন এটাও গুরুত্বপূর্ণ। তারপর জেন্ডার সিলেট করুন। তারপর নেক্সট এ ক্লিক করুন।
স্টেপ > 08 > এক্সাম্পল দেখে ফরমটি পূরণ করে নেক্সট এ ক্লিক করুন।
স্টেপ > 09 >এবার প্রাইভেসি এন্ট্রান্স সুন্দরভাবে পড়ুন এবং স্ক্রল করে নিচে যান ।
স্টেপ > 10 > এবার এগ্রি তে ক্লিক করুন।
কিভাবে জিমেইল আইডি পাসওয়ার্ড বের করবো।
সাধারণত পাঁচ ওয়াট গুগোল সেভ করে রাখে। যদি আপনি সেভ করার পারমিশন দেন। যদি না থাকে। আপনার পাসওয়ার্ড ভুলে যান । তাহলে অবশ্যই আপনি রিকভারি করতে পারেন । অথবা পাসওয়ার্ড সেভ আছে কিনা। এটা দেখতে চান । তাহলে গুগলের টাইপ করুন । গুগল ম্যানেজার অথবা এখানে ক্লিক করুন।
01 এখানে সেভ হওয়া পাঁচ ওয়াট এর ওয়েবসাইট গুলো দেখতে পাবেন। যে ওয়েবসাইটের ব্যবহারকৃত পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন।
02 তারপর আপনাকে ভেরিফাই করতে হবে জিমেইলে ব্যবহারকৃত পাসওয়ার্ড দিয়ে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে রিকভারি করতে পারেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করুন।03 উপরে ওয়েবসাইট এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। পাসওয়ার্ড দেখতে চাইলে চোখের আইকনে ক্লিক করুন।
04 এবার এখানে ব্যবহারকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন।
ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবো।
ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে আবার খুঁজে পাবেন। ভুলে যাওয়া পাসওয়ার্ড সহজেই রিসেট বা রিকভারি করতে পারেন। হতে পারে ফেসবুক হতে পারে গুগোল হতে পারে অন্যান্য একাউন্ট। প্রত্যেকটা ওয়েবসাইটি রিসেট বা রিকভারি অপশনটা রয়েছে। কিভাবে জিমেইল পাসওয়ার্ড রিকভারি করবেন।
01 প্রথমে এখানে চলে আসুন এই লিংকে ক্লিক করে। এখানে আপনার ইমেইল টাইপ করুন। তারপর নেক্সট এ ক্লিক করুন ।
02 এবার ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করুন।
03 জিমেইল খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন এটি এখানে ব্যবহার করুন।মোবাইল নাম্বার লিখে সেন্ড বাটনে ক্লিক করুন ।
04 এবার আপনার মোবাইল নাম্বারটি চেক করুন। 6 ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে । কোডটি এখানে টাইপ করুন। নেক্সট এ ক্লিক করুন ।
05 এবার নতুন পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডটি পুনরায় দেখতে চাইলে শো বাটন এ ক্লিক করুন। টাইপ করা হয়ে গেলে নেক্সট এ ক্লিক করুন ।
হয়ে গেল সফলভাবে পাসওয়ার্ড রিকভারি করা ।