জন্ম নিবন্ধন শূন্য থেকে 45 দিন বয়স পর্যন্ত ফ্রি থাকে এবং এর পরে জন্ম নিবন্ধন করতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয় ও 2004 সালের নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের আবেদনের জন্য বিভিন্ন প্রকার ভেদে বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা করতে হয় আজকে আমরা দেখে নেবো যে
- শূন্য থেকে 45 দিন বয়স পর্যন্ত আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং
- 45 দিন থেকে পাঁচ বছর পর্যন্ত আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং
- 5 বছরের ঊর্ধ্বে জন্ম নিবন্ধন করতে গেলে কোন ধরনের কাগজপত্র দরকার সে বিষয়ে আজকে আমরা দেখিয়ে দেব
বয়স ভেদে জন্ম নিবন্ধনের জন্য যেসব তথ্য ও নথি দরকার হবে সেগুলো নিচে তুলে ধরা হল
শুন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধনের জন্য
>> টিকার কার্ড
>> পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
৪৬ দিন থেক ৫ বছর বয়সীদের জন্ম নিবন্ধন নিতে
>> টিকার কার্ড/স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে হতে হবে
>> পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র
>> প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের সব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে
>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ
>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
বয়স ৫ বছরের বেশি হলে
>> শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১ নং কলামের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।
>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির আগে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
>> যদি জন্ম ২০০১ সালের আগে হয় সেক্ষেত্রে পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক
>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সন
>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর
>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি
>> আবেদনের সঙ্গে কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউনিয়ন পরিষদের সদস্য/নারী সদস্যদের স্বাক্ষরসহ সিল বাধ্যতামূলক।