বয়সভেদে জন্ম নিবন্ধনের আবেদনের জন্য কোন কোন কাগজপত্র দরকার হবে | Birth registration application 2021

জন্ম নিবন্ধন শূন্য থেকে 45 দিন বয়স পর্যন্ত ফ্রি থাকে এবং এর পরে জন্ম নিবন্ধন করতে গেলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয় ও 2004 সালের নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের আবেদনের জন্য বিভিন্ন প্রকার ভেদে বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা করতে হয় আজকে আমরা দেখে নেবো যে 

 

  1. শূন্য থেকে 45  দিন বয়স পর্যন্ত আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং
  2.  45 দিন থেকে পাঁচ বছর পর্যন্ত আবেদনের জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং 
  3. 5 বছরের ঊর্ধ্বে জন্ম নিবন্ধন করতে গেলে কোন ধরনের কাগজপত্র দরকার সে বিষয়ে আজকে আমরা দেখিয়ে দেব

 

বয়স ভেদে জন্ম নিবন্ধনের জন্য যেসব তথ্য ও নথি দরকার হবে সেগুলো নিচে তুলে ধরা হল

শুন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধনের জন্য

>> টিকার কার্ড

>> পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র

>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ

>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর

>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

৪৬ দিন থেক ৫ বছর বয়সীদের জন্ম নিবন্ধন নিতে

>> টিকার কার্ড/স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সিলসহ প্যাডে হতে হবে

>> পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র

>> প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নসহ বিদ্যালয়ের প্রত্যয়নের সব প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে

>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সনদ

>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর

>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

বয়স ৫ বছরের বেশি হলে

>> শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১ নং কলামের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক।

>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধনসহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির আগে তাদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক

>> যদি জন্ম ২০০১ সালের আগে হয় সেক্ষেত্রে পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক

>> যাদের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পর তাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। উভয় সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

>> বাসার হোল্ডিং নম্বর ও চৌকিদারী ট্যাক্সের রশিদের হাল সন

>> আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর

>> ফরমের সঙ্গে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি

>> আবেদনের সঙ্গে কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউনিয়ন পরিষদের সদস্য/নারী সদস্যদের স্বাক্ষরসহ সিল বাধ্যতামূলক।

 

home 

 

youtube