ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ | ভূগোল ও পরিবেশ ৫ম পত্র
সাজেশন|ডিগ্রী সাজেশন 2021
Author -
personBD124.com
12:37 AM
ডিগ্রী পাস ৩য় বর্ষ
ভূগােল ও পরিবেশ ৫ম পত্র
কোড :- ১৩৩২০১ চূড়ান্ত ফাইনাল সাজেশন
শেষ মুহূর্তে প্রস্তুতি
(ক) বিভাগ
১) দক্ষিণ এশিয়ার ভৌগােলিক অবস্থান লিখ।
২) ভারতের সাত বােনের রাজ্য গুলাের নাম লিখ।
৩) কর্কটক্রান্তি রেখা দক্ষিণ এশিয়ার কোন দেশ গুলাের উপর দিয়ে গেছে।
৪) গঙ্গা বদ্বীপের বনভূমি বাংলাদেশ কি নামে পরিচিত।
৫) ভারতের কোন অঞ্চল থেকে সবচেয়ে বেশি সােনা পাওয়া যায়
৬) কাশ্মীর কোন কোন দেশের দ্বারা শাসিত।
৭) ইলােরা ও অজন্তা পাহাড় এর অবস্থান বর্ণনা কর।
৮) গঙ্গা বদ্বীপের বনভূমি বাংলাদেশ কি নামে পরিচিত।
৯)চিপকো আ আন্দোলন কি
১০) জনসংখ্যা কি
১১) ভারতের জনসংখ্যার কত শতাংশ কর্মক্ষম।
১২) জৈন ধর্মের অনুসারীদের প্রধান অবস্থান কোথায়।
১৩) SAFTA এর পূর্নরূপ লেখ।
১৪) দক্ষিণ এশিয়ার কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রমজীবী বেশি।
১৫) শ্রীলংকার প্রধান রপ্তানি দ্রব্য কি কি।
১৬) সার্কের এইডস সচেতনতা বর্ষ কোনটি।
১৭) SADF এর পূর্ণরূপ কি।
(খ) বিভাগ
১) দক্ষিণ এশিয়ার ভৌগােলিক অবস্থান সংক্ষেপে বর্ণনা কর।
২) জলবায়ু অঞ্চল হিসেবে পার্বত্য মালভূমি অঞ্চল সংক্ষেপে বর্ণনা কর দক্ষিণ এশিয়ার জলবায়ুর বৈশিষ্ট্য লিখ।
৩) দক্ষিণ এশিয়ার নিষ্কাশন ব্যবস্থা বর্ণনা কর।
৪) দক্ষিণ এশিয়ার জনসংখ্যার সংক্ষেপে বর্ণনা দাও |
৫) দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সমূহ উল্লেখ কর |
৬) দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সমূহ উল্লেখ কর।
৭) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বুঝ ব্যাখ্যা কর।
৮) সাপটা ও সাফটা এর মধ্যে পার্থক্য কি।
৯) দক্ষিণ এশিয়ার নিষ্কাশন ব্যবস্থা বর্ণনা কর।
(গ) বিভাগ
১)ভৌগলিক অবস্থান ও আয়তন ও সদস্য দেশগুলাের নাম উল্লেখ ৪ কর।
২) দক্ষিণ এশিয়ার বনভূমির শ্রেণীবিভাগ কর এবং তা আলােচনা কর। |
৩) দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার আলােচনা কর দক্ষিণ এশিয়ার যােগাযােগ ব্যবস্থা বর্ণনা কর।
৪) দক্ষিণ এশিয়ার সাথে অন্যান্য দেশের বাণিজ্য ধারা আলােচনা কর।
৫) সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখপূর্বক এর কৌশলগত ও কার্যকরী সংগঠনসমূহের বর্ণনা দাও।
৬) সার্ক কি? সার্কের গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য আলােচনা কর।
৭) আঞ্চলিক সহযােগতার ক্ষেত্রে সার্কের প্রধান প্রধান সমস্যাসমূহ আলােচনা কর।
৮) সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখপূর্বক এর কৌশলগত ও কার্যকরী সংগঠনসমূহের বর্ণনা দাও।
৯) দক্ষিণ এশিয়ার নদী পদ্ধতি বর্ণনা কর
১০) দক্ষিণ এশিয়ার বনজ সম্পদের বর্ণনা দাও
Share to other apps