ক বিভাগ
১া যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার জনক কে?
উঃ যুক্তিবিদ্যার জনক গ্রীক দার্শনিক এরিস্টটল।
২। একটি যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে?
উঃ দুইটি। যথা:অবরােহ ও আরােহ যুক্তি।
৩| সত্যতা ও বৈধতা কি? সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযােজ্য?
উঃ বচনের ক্ষেত্রে।
৪। ভাষা কাকে বলে? ভাষা কত প্রকার ও কি কি?
উঃ ভাষা দুই প্রকার। যথা : প্রাকৃতিক ও কৃত্রিম ভাষা।
৫া ভাষার তিনটি মৌলিক কাজ কি?
উঃ তিনটি কাজ হলাে : ১. ভাব পরিবাহী ক্ষমতা, ২. প্রকাশনী ক্ষমতা, ৩ নির্দেশনী ক্ষমতা।
৬। “আলাে হলাে অন্ধকারের বিপরীত ” কপির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা?
উঃ চক্রক সংজ্ঞা।
৭। “Fallacy” শব্দের বাংলা অর্থ কি?
উঃ অনুপপত্তি সমূহ।
৮| যৌক্তিক সংজ্ঞা কি?
উঃ কোন পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতি ই যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা নামে পরিচিত।
৯। বচন কাকে বলে? বচনের কয়টি অংশ থাকে এবং কি কি?
উঃ তিনটি অংশ। যথা:উদ্দেশ্য, বিধেয় ও সংযােজন।
১০| অস্তিত্বসূচক বচন কি কি? উঃ অস্তিত্বসূচক বচন হলাে :A, E, 1, 0 বচন।
১১ পদের ব্যাপ্যতা কাকে বলে?
উঃ কোন পদ যখন তার সামগ্রিক ব্যক্তিৰ্থকে গ্রহণ করে কোন বচনের ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপতা বলে।
১২। একটি নিরপেক্ষ সহানুমানের কয়টি পদ থাকে?
উঃ সহানুমানের তিনটি পদ হলাে :প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ।
১৩। ভেনচিত্র কি? মধ্যপদ কি?
উঃ ভেনচিত্র :ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ জন ভেন প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচন কে সুস্পষ্ট করতে দিয়ে যে চিত্রের উপস্থাপন করেন তাই ভেনচিত্র নামে পরিচিত।
মধ্যপদ:বহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্য উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্তে অনুপস্থিত থাকে তাকে মধ্যপদ বা হেতুপদ বলে।
১৪। জে.এস মিলের মতে পরীক্ষণমূলক পদ্ধতিগুলি কি কি? উঃ অন্বয়ী, ব্যতিরেকী, যৌথ ও ব্যতিরেকী ইত্যাদি পদ্ধতি।
১৫া আরােহের আকারগত ভিত্তিগুলি কি কি?
উঃ দুই প্রকার। যথাঃ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকর নিয়ম।
১৬ Copi -এর অ – আকারগত অনুপপত্তি কয় প্রকার?
উঃ দুই প্রকার
১৭। অস্তিত্বসূচক বচন কি কি?
উঃ। ও OT
১৮। “Introduction to Logic” গ্রন্থের লেখক কে?
উঃ আরভিং এম কপি।
১৯। সংজ্ঞা দানের কৌশল কত প্রকার?
উঃ ব্যক্ত্যর্থ ভিত্তিক ও জ্ঞাত্যৰ্থ ভিত্তিক সংজ্ঞা।
২০া ব্যতিরেকী পদ্ধতি মূলক কী ধরনের পদ্ধতি?
উঃ ব্যতিরেকী পদ্ধতি মূলক একটি পরীক্ষণ পদ্ধতি।
২১। কোন ধরনের বাক্যকে বচন বলা যায়?
উঃ ঘােষণামূলক বা বিবৃতিমূলক বাক্যে বলা হয়।
২২। নিরপেক্ষ বচন কি?
উঃ উদ্দেশ্য পদ সম্বন্ধ শর্ত নিরপেক্ষভাবে কিছু স্বীকার বা অস্বীকার
খ বিভাগ
১। কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কর। ১০০%
২। মূতি ও সংস্থাপনের মধ্যে সম্পর্ক কি? ১০০%
৩। বৈধ ও অবৈধ যুক্তি কি? এদের পার্থক্য কর। ১০০%
৪। ভাষা কি? ভাষার বিভিন্ন ব্যবহার আলােচনা কর। ১০০%
৫া যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা কর। ১০০
৬। কাকতালীয় অনুপপত্তি কি? ব্যাখ্যা কর। ১০০%
৭। পদের ব্যাপ্যতা কি? এর নিয়মগুলি লিখ। ১০০%
৮। যৌথ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণিবিভাগ দেখাও।১০০%
৯। “যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই” ব্যাখ্যা কর। ১০০%
১০| সত্যতা ও বৈধতা কি? এদের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
অথবা, সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক লিখ।
১১। প্রকৃত আরােহ কি? আরােহের কূটাভাস ব্যাখ্যা কর। ৯৯%
১২। ঐক্য কি? প্রকৃতির ঐক্য ব্যাখ্যা কর। ৯৯%
গ বিভাগ
১। নিরপেক্ষ বচন কি? কপি অনুসরণে আদর্শিক আকারের চারটি নিরপেক্ষ বচন (A,E,I,O) আলােচনা কর। ১০০%
২| আরােহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা কর। আরােহ ও অবরােহ অনুমানের মধ্যে পার্থক্য কর। ১০০%
৩। পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে মিলের অন্বয়ী পদ্ধতি ব্যাখ্যা কর।কপি কিভাবে এ পদ্ধতি সমালােচনা করেন? ১০০%
৪। আই. এম কপির মতানুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও। যুক্তির আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। অনুপপত্তি কী? উদারহরণসহ দ্ব্যর্থকতার অনুপপত্তির বিভিন্ন রূপ আলােচনা কর। ১০০%
৬।ভাষা কি? ভাষার প্রকৃতি ব্যাখ্যা কর। ভাষার আবেগময় শব্দের ভূমিকা কি? ১০০%
৭। সহানুমান কাকে বলে? সহানুমানের বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর। ১০০%
৮।”সংজ্ঞা কী? কপি অনুসারে পাঁচ প্রকার সংজ্ঞা আলােচনা কর।
১০০% অথবা, সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
৯। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরােহ কি? বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরােহের মধ্যে পার্থক্য আলােচনা কর। ১০০%
১০। বহুকারণবাদ কি? ব্যাখ্যা কর। বহুকারণবাদ কি গ্রহণযােগ্য মতবাদ? আলােচনা কর। ৯৯%
১১। কপির মতানুসারে সাধারণ যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা কর। কপ কিভাবে যুক্তিবিদ্যার প্রচলিত সংজ্ঞাগুলাের সমালােচনা করেন? ৯৯%
১২। ভেনচিত্রের মাধ্যমে কিভাবে সহানুমানের বৈধতা পরীক্ষা করা হয়? উদাহরণসহ আলােচনা কর। ৯৯%
2016 – 2017 সালের ডিগ্রী তৃতীয় বর্ষ পরীক্ষার সকল প্রশ্ন গুলো
TAG : degree 3rd year philosophy suggestion 2021, দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১, ডিগ্রী ফাইনাল ইয়ার সাজেশন, ডিগ্রী ফাইনাল ইয়ার সাজেশন দর্শন ২০২১, দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন,ডিগ্রী পরীক্ষা সাজেশন ২০২১, দর্শন সাজেশন 2021,দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন 2021, দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রী ৩য় বর্ষ ২০২১, দর্শন ৬ষ্ঠ পত্র ডিগ্রী তৃতীয় বর্ষ সাজেশন, ডিগ্রী ফাইনাল ইয়ার দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১, ডিগ্রি ৩য় বর্ষ দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১, দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ডিগ্রী ৩য় বর্ষ ২০২১, ডিগ্ৰি দর্শন ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২১,