2016- 2017 সালের পরীক্ষার সকল প্রশ্ন গুলো
ক) বিভাগ
- Social Research Methods বইটি কার লেখা?
- ফলিত গবেষণা কত প্রকার ও কি কি?
- B.N. Ghosh এর মতে সামাজিক গবেষণার ধাপ কয়টি?
- গবেষণা নকশার ৩টি উপাদান লিখ।
- প্রশ্নমালা কি?
- সাক্ষাৎকার কাকে বলে?
- গবেষণা নকশা কি?
- সামাজিক গবেষণার মূল উৎস কি
- মূল্যবােধ কাকে বলে ?
- পরিসংখ্যান বলতে কি বুঝ।
- স্ট্যাটিসটিকস শব্দটির প্রথম ব্যবহারকারী কে
- দ্ধতিগত দিক থেকে চলক কত প্রকার ও কি কি
- গণসংখ্যা নিবেশন কি।
- গণসংখ্যা নিবেশন এর উপাদান গুলাে কি কি
- পাদটীকা কি |
- ধনাত্মক বঙ্কিমতা কি জ্যামিতিক গড় বলতে কি বুঝ |
- বিস্তার পরিমাপ কি ।
- নমুনায়ন কি ।
- ক্রমযােজিত গণসংখ্যা কি সংগঠিত প্রশ্নমালা কি
- সহ-সম্বন্ধ কি?
- কার্ল পিয়ারসনের প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখ
খ) বিভাগ
- বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানসমূহ কি কি?
- সমাজকর্ম গবেষণার প্রকৃতি কি?
- তথ্য প্রক্রিয়াজাতকরণ কী?
- পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও ?
- সামাজিক জরিপের সংজ্ঞা দাও ?
- কেস-স্টাডি পদ্ধতির সুবিধাসমূহ লিখ
- গবেষণা নকশা কাকে বলে?
- সমাজকর্মের সামাজিক গবেষণা কি ?
- পরিসংখ্যান কাকে বলে ?
- পরিসংখ্যানের বৈশিষ্ট্য গুলাে কি কি |
- তথ্য উপস্থাপনের সংজ্ঞা দাও
- উত্তম শ্রেণীকরণের বৈশিষ্ট্য গুলাে কি |
- সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
- কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝ
- গাণিতিক ও মধ্যমার পার্থক্য আলােচনা কর
- চতুর্থক ব্যবধান কী?
- বিভিন্ন ধরণের সহ-সম্বন্ধ আলােচনা কর
গ বিভাগ
- সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।
- বাংলাদেশের সামাজিক উন্নয়নে সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়ােজনীয়তা আলােচনা কর।
- বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলাে আলােচনা কর।
- গবেষণা কাকে বলে? গবেষণার প্রকারভেদ বিস্তারিত আলােচনা কর।
- সামাজিক জরিপ বলতে কি বুঝ? সামাজিক জরিপ পদ্ধতির সীমাবদ্ধতা আলােচনা কর।
- কেস স্টাডি কি? কেস স্টাডির ধাপসমূহের বিস্তারিত বিবরণ দাও।
- গবেষণ নকশার উপাদানসমূহ উদাহরণসমূহ আলােচনা কর।
- গবেষণ নকশার উপাদানসমূহ উদাহরণসমূহ আলােচনা কর।
- সামাজিক গবেষণার ধাপসমূহ আলােচনা কর।
- স্বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও সীমাবদ্ধতা গুলাে চিহ্নিত কর।
- পরিসংখ্যানের সংজ্ঞা দাও সামাজিক গবেষণায় পরিসংখ্যানের
- ব্যবহার ও সীমাবদ্ধতা আলােচনা কর।
- সামাজিক গবেষণার নমুনায়নের যৌক্তিকতা বিবৃত কর
- অনপেক্ষ ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য দেখাও সহ-সম্বন্ধ ও নির্ভরণের মধ্যে পার্থক্য আলােচনা কর।