কিভাবে ব্লগারে টেমপ্লেট বা থিম এড করতে হয়। How to add template or theme in blogger ।

ব্লগস্পট বা ব্লগার,একটা ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে,কোন ওয়েবসাইট গুগলের সার্ভিস নিয়ে ,হোস্ট করতে পারি সহজেই। কিভাবে আপনি ব্লগার আর্টিকেল লিখে ঘরে বসেই অর্থ উপার্জন করবেন। এ বিষয়ের উপরে সম্পূর্ণ আর্টিকেল পাবলিশ করেছে আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে। তারই ধারাবাহিকতায় এই পোস্টে আমরা দেখবো কিভাবে ব্লগারে থিম চেঞ্জ করা যায় বা নতুন করে একটা এড করা যায়।



কিভাবে ব্লগারে থিম নতুন করে এড করবেন।

আপনি চাইলে বিনামূল্যে যেকোন একটা থিমস ডাউনলোড করে । খুব সহজেই অ্যাড করে নিতে পারেন । আশা করি এই পোস্টটি দেখলে, আপনি খুব সহজেই,নতুন করে যেকোনো থিমস বা টেমপ্লেট অ্যাড করে নিতে পারবেন। সহজেই নিচের স্ক্রীনশট গুলো ফলো করুন ।খুব সহজেই অ্যাড করতে পারেন আশা করি ।
02 ব্লগার এ লগইন করুন । থিমস সেকশন এ ক্লিক করুন ।
02 এবার এখানে ড্রপ ডাউন এ ক্লিক করুন ।
03 রেস্টার্ট এ ক্লিক করুন । অথবা নিচের এইচটিএমএল এডিটর এ ক্লিক করুন । 

04 এবার কন্ট্রোল এ দিয়ে এইচটিএমএল সিলেক্ট করুন অতঃপর ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করুন ।

05 এবার ব্লগার থিমস বা টেমপ্লেট আনজিপ করে নিন । আনজিপ করার জন্য কম্পিউটারে উইনার সফটওয়্যার টি ইন্সটল করুন। 

06 এবার রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার ক্লিক করুন ।

07 এবার এক্সএমএল ফাইলটি ওপেন করুন । প্রথমে ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক করুন। 

08 এবার ওপেন উইথ এ ক্লিক করুন । তারপর নোটপ্যাড দিয়ে ফাইলটি ওপেন করুন।
09 এবার কন্ট্রোল এ দিয়ে কোড গুলো সিলেক্ট করুন । কন্ট্রোল সি দিয়ে কপি করুন। 
10  কন্ট্রোল সি দিয়ে কপি করুন। 

11 এবার ব্লগারে ফিরে আসুন এবং কোড গুলো সিলেক্ট করে ডিলিট করুন ।
12 এবার ব্লগারের কোড ডিলিট করে নিন ।
13 এবার (Ctrl + v ) নতুন কোড পেস্ট করুন । সেভ বাটনে ক্লিক করুন ।
14 সেভ প্রসেসিং হচ্ছে কমপ্লিট হলে ভিজিট করুন ।

এবার আপনার কাঙ্খিত থিমটি সেটাপ হয়ে গেল ।

কিভাবে ব্লগারে নতুন থিমসএড করা হয় । Blogger সাইটে যেভাবে Theme / Template Upload করবেন

এবার আমরা দেখবো কিভাবে ডাইরেক্ট থিমস বা টেমপ্লেট রিস্টার্ট করা যায়। ডাইরেক্ট থিমস বা টেমপ্লেট আপনি খুব সহজেই রিস্টার্ট করে নিতে পারেন নতুন করে যদি কোন থিম এড করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে এভাবে নতুন এড করতে পারেন সহজেই।প্রথমে থিমস অপশনে ক্লিক করুন তারপর ড্রপডাউন ক্লিক করে রেস্টার্ট সিলেক্ট করে নিন। অথবা নিচের স্ক্রিনশট ফলো করুন। 
01 ব্লগারে লগইন করুন অতঃপর থিমস অপশনে ক্লিক করুন।

02 এবার এই ড্রপডাউন এ ক্লিক করুন । 

03 এখানে সিলেক্ট করুন রেস্টার্ট অপশনটি ।

04 এবার আপলোড বাটনে ক্লিক করুন। 
05 এবার আপনার ফাইলটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন। 
06 এবার রেস্টার্ট সাকসেসফুল দেখতে পাবেন । 

হয়ে গেল সফলভাবে ব্লগারে থিমস বা টেমপ্লেট পরিবর্তন করা কিভাবে ব্লগারে পোস্ট করবেন কিভাবে ব্লগারে আর্টিকেল কালার করবেন কিভাবে ব্লগারে লিংক আপ করবেন বিস্তারিত সবকিছুই দেখানো হয়েছে আমাদের এই ব্লগপোষ্ট ক্যাটাগরিতে আশা করি এখানে যাবেন বিস্তারিত দেখবেন খুব সহজেই ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করুন।

ব্লগস্পট ব্যবহার করে খুব সহজেই বিনামূল্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন এমনকি ব্লগস্পট এর সাহায্যে ঘরে বসেই আয় করা সম্ভব কিভাবে ব্লগস্পটে আর্টিকেল পাবলিশ করবেন কিভাবে ব্লগস্পট থেকে টাকা ইনকাম করবেন বিস্তারিত রয়েছে আমাদের এই ক্যাটাগরি পোস্ট । আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনটি বাজিয়ে দিন ।