কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন | How to Install WordPress |

ওয়ার্ডপ্রেস হচ্ছে,একটা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম,যার সাহায্যে আপনি খুব সহজেই,ওয়েবসাইটকে ম্যানেজ করতে পারেন | ওয়ার্ডপ্রেস ইন্সটল করে| খুব সহজেই 2 মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন | আমরা দেখবো,কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় | আমরা ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ কোর্স এখানে পাবলিশ করব | তাই মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে গুগল থেকে সার্চ করে নজর রাখুন|



ওয়ার্ডপ্রেস সেটাপ করার জন্য কি প্রয়োজন।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে।ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে একটা ভালো হোস্টিং কিনে । খুব সহজেই সি প্যানেল দিয়ে,ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলতে পারেন। ডোমেইন এবং হোস্টিং এক বছরের জন্য কিনে নিতে পারেন। কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন। ডোমেইন এবং হোস্টিং কি। ডমিন হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। হোস্টিং হচ্ছে হার্ডডিক্স বা কনটেন্ট রাখার জায়গা। 

ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন।

হোস্টিং কেনার জন্য ভালো একটি কোম্পানি থেকে,পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস হোস্টিং কেনার চেষ্টা করতে পারেন । আপনি যদি,সাধারন ব্যবহারের জন্য হোস্টিং, কিনেন তাহলে নরমাল একটা কোম্পানি থেকে পারচেজ করতে পারেন । আর যদি ভালো ব্যবহারের জন্য অর্থাৎ বাণিজ্যিকভাবে,ব্যবহার করবেন এমত অবস্থায় ,ভালো একটা কোম্পানি থেকে, কিনবেন যেগুলো ইন্টারন্যাশনাল হয়ে থাকে। এছাড়াও আমাদের দেশে হোস্টিং কোম্পানি রয়েছে তবে বেশি বাকি সার্ভিস ভালো নয় তাই ইন্টারন্যাশনাল একটা কোম্পানি থেকে হোস্টিং কেনার চেষ্টা করুন।

ওয়েবসাইট কেন তৈরি করব। ওয়েবসাইট কি।

বর্তমান সময়ে,ওয়েবসাইট বাণিজ্যিক কারণে খুবই গুরুত্ব বহন করে । পার্সোনাল ব্যবহারের গুরুত্ব বহন করে। এখন প্রতিটি স্তরেই ওয়েবসাইট ব্যবহৃত হয়। এটার চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। নানান প্রয়োজনীয় ওয়েবসাইট এর গুরুত্ব বিশাল। এছাড়াও অনলাইনে ওয়েবসাইট ছাড়া বাণিজ্য কার্যক্রম চালানো প্রায় অসম্ভব। তাই প্রত্যেকটি সেকশনেই ওয়েবসাইট প্রয়োজন। এছাড়াও ওয়েবসাইট বানিয়ে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। সব মিলিয়ে ওয়েবসাইটের গুরুত্ব বর্তমান সময়ে বলার অপেক্ষা রাখে না।
প্রথমে ডমিন এবং একটি হোস্টিং কিনে নিন। যে ইমেইল দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনবেন সেখানে দেখুন সি-প্যানেলে লগইন তথ্য পাঠিয়েছে। যদি লগইন তথ্য না পাঠায় তাহলে যে কোম্পানি থেকে ডমেইন হোস্টিং কিনবেন তাদের সাথে লাইভ চ্যাটিং এ কথা বলুন। সিপ্যানেলের ইউজারনেম-পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং অবশ্যই সেভ করে রাখবেন। এবার আপনার ওয়েবসাইটে লগইন করার জন্য । এবার যেকোনো একটা ব্রাউজার ওপেন করুন । তারপর আপনার ডোমেইন নামটি লিখুন। ফ্লাশ দিয়ে সিপ্যানেল লিখুন। ( bd124.com/cpanel)  এবার ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।

কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করা হয়।

ওয়ার্ডপ্রেস সেটাপ করার জন্য প্রথমে ডোমেইন হোস্টিং এ লগইন করুন। নিচে স্ক্রল করে যান। এবার ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করুন। এবার ইনস্টল বাটনে ক্লিক করুন। এবার এইচটিটিপিএস ড্রপডাউন ক্লিক করে সিলেক্ট করুন। এবার আপনার ডোমেইন সিলেক্ট করুন। এবার নিচে স্ক্রল করে যান। ওয়েব সাইটের টাইটেল স্লোগান লিখুন এবারে ডিসক্রিপশন লিখুন তারপর নেক্সট এ ক্লিক করুন ইনস্টল এ ক্লিক করুন। সম্ভব হলে স্কিনশট গুলো ফলো করুন।  

01 আপনার সি-প্যানেলে লগইন করুন। তারপর ওয়ার্ডপ্রেস খুঁজে বার করুন। ওয়ার্ড পেইজ এর উপর ক্লিক করুন।


02 এবার ইনস্টল বাটনে ক্লিক করুন।


03 এবার এখানে এইচটিটিপিএস । এবং ড্রপ ডাউন এ ক্লিক করুন।


04 এবার আপনার পছন্দের ডোমেইন সিলেক্ট করুন। 


05 এবার চাইলে ওয়েবপেজের ভার্শন পরিবর্তন করতে পারেন। অথবা ডিফল্ট রাখুন।


06 এবার একটু স্ক্রল ডাউন করে নিচে যান। এখানে ওয়েবসাইট টাইটেল এবং ডিসক্রিপশন লিখুন। 


07 এবার এডমিন অ্যাকাউন্ট তৈরি করুন। একটা ইউজারনেম একটা ইমেইল এবং পাসওয়ার্ড লিখুন। 


08 এবার চাইলে এটাস্ট কোন প্লাগিন সিলেক্ট করে নিতে পারেন।


09 এবার সিকিউরিটি বাড়াতে চাইলে advance-এ ক্লিক করুন।


10 এখানে একটি ডাটাবেজ নাম একটি ডাটাবেজ টেবিল নেম অ্যাড করুন। 


11 যদি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ রাখতে চান তাহলে এখান থেকে ব্যাকআপ টি সিলেক্ট করতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন।


12 এবার ইনস্টল বাটনে ক্লিক করুন।



13 এবার এখানে অপেক্ষা করুন ইন্সটল হওয়ার জন্য। 


14 সাকসেসফুল ইন্সটল হয়ে গেল। এবার এখান থেকে ভিজিট করতে পারেন অথবা লগইন করতে পারেন। ইনস্টল হওয়ার পর।নিচের লিংকে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে লগইন হয়ে যাবে। 


15 হয়ে গেল ওয়ার্ডপ্রেসে লগইন হওয়া।


হয়ে গেল সফলভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা । ওয়ার্ডপ্রেসের আরো অন্যান্য পোস্ট পেতে। দয়া করে আমাদের পোস্ট ক্যাটাগরি চেক করুন। ওয়ার্ডপ্রেস এর উপরে সম্পূর্ণ কোর্স টিউটোরিয়াল পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। Subscribe Now