Windows 10 Free Download । উইন্ডোজ ১০ ফ্রি কিভাবে ডাউনলোড করবেন।

আপনি খুব সহজেই,উইন্ডোজ ১০ ল্যাপটপ কিংবা কম্পিউটারের সাহায্যে, ডাউনলোড করে নিতে পারেন। অফিশিয়াল ভার্শন ডাউনলোড করতে পারেন।  কিভাবে অফিসিয়াল ভার্ষন উইন্ডোজ ১০ ডাউনলোড করবেন । আসুন দেখা যাক, কিভাবে ডাউনলোড করা হয় ।


উইন্ডোজ ১০ ইনস্টল কিভাবে করবেন।


আমরা যারা,নিজেদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে,উইন্ডোজ সেটআপ করতে জানিনা। তাদেরকে বলব, এই লিংক থেকে দেখে নিতে পারেন। কিভাবে উইন্ডোজ নিজের কম্পিউটারে নিজে সেটআপ করবেন। কিভাবে বুট করতে হয়। প্রসেসিং কি? সবকিছুই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দেয়া হয়েছে । ভিডিও রয়েছে, যা দেখে খুব সহজে নিজের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে পারেন।

কম্পিউটারে বা ল্যাপটপে । কিভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করা যায়।


উইন্ডোজ ১০ আইএসও ফাইল ডাউনলোড করার জন্য  । প্রথমে গুগোলে যাবেন, লিখবেন উইন্ডোজ ১০ আইএসও, ফাইল তারপর সার্চ করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন।
01 গুগলে গিয়ে সার্চ করুন। উইন্ডোজ ১০ আইএসও ফাইল ডাউনলোড।
02 প্রথম লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
03 ওয়েবসাইটটিতে ভিজিট করার পর। লিঙ্কটি ক্লিক করলে এখানে নিয়ে আসবে।
04 গুগল ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ার বক্স যেকোনো একটি ব্রাউজারের আইকনে ক্লিক করুন অর্থাৎ ডেভলপার অপশন টি চালু করুন। অথবা কিবোর্ড থেকে শর্টকাট এ ক্লিক করলে । স্বয়ংক্রিয়ভাবে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। ( Ctrl + Shift + I )
 
 
05 এখানে মোবাইল মূর্তি সিলেক্ট করুন। তারপর রেসপন্স অপশনে ক্লিক করে, মোবাইল ডিভাইস সিলেক্ট করুন।
 
 
06 রেসপন্স অপশনে ক্লিক করে পিক্সেল 5 সিলেক্ট করুন।
 
 
07 এবার ব্রাউজার টি রিফ্রেশ করুন । ( F5 ) শর্টকাট ব্যবহার করতে পারেন । অথবা এই আইকনে ক্লিক করে ব্রাউজারটি রিলোড করতে পারেন।
 
 
08 এবার ড্রপডাউন এ ক্লিক করে । এডিসন সিলেক্ট করুন।
 
 
09 এবার কনফার্ম বাটনে ক্লিক করুন।
 
10 লোডিং হচ্ছে অপেক্ষা করুন।
 
11 ড্রপডাউনলিস্ট এ ক্লিক করে ভাষা সিলেক্ট করুন।
 
 
12 এবার কনফার্ম বাটনে ক্লিক করুন।
 
 
13 বিট নির্বাচন করুন 32 বিট  64 বিট । ডাউনলোড বাটনে ক্লিক করুন।
14 ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

হয়ে গেল সফলভাবে উইন্ডোজ ১০ ডাউনলোড করা। আইডিএম তথা ডাঊণলোড ম্যানেজার ব্যবহার না করলে । সরাসরি যেকোনো ব্রাউজার দিয়ে, ডাউনলোড হবে । ডাউনলোড অপশনে গিয়ে ,ডাউনলোড কৃত ফাইলটি আপনি দেখতে পাবেন।

উইন্ডোজ সেটাপ করার জন্য । কিভাবে বুট করতে হয়। পেনড্রাইভ বা ইউএসবিতে ।


কম্পিউটার কিংবা ল্যাপটপে। পেনড্রাইভ বা ইউএসবির মাধ্যমে উইন্ডোজ। ইনস্টল বা সেটআপ করার জন্য । বুট করতে হয় । বুট করার জন্য windows.iso ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয় । ছোট্ট একটি সফটওয়্যার, যার নাম (rufus ) সফটওয়্যারটি ডাউনলোড করে, ডাবল ক্লিক করে । সফটওয়্যার এর উপরে ছেড়ে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে বুট করে নিতে হয় । যদি বুঝতে না পারেন, এই লিঙ্কে ক্লিক করে । পোস্ট ডিটেইল দেখে নেবেন ।

Tags