*****ডিগ্রী ৩য় বর্ষ ২০২১******
বিষয়ঃ-উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র
কোডঃ- ১৩৩০০১ চূড়ান্ত ফাইনাল সাজেশন
********শেষ মুহূর্তে প্রস্ততি *******
খ বিভাগ
১। সালােকসংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য লিখ।
২| স্ট্রার্চ ও সেলুলােজের মধ্যে পার্থক্য লিখ।
৩ পটাসিয়াম ও ফসফরাসের অভাবজনিত লক্ষণ উল্লেখ কর।
৪। ভিটামিন “A” ও ভিটামিন “C” এর অভাবজনিত রােগ লক্ষণ উল্লেখ কর।
৫| শস্য কি? শস্য পর্যায়ের গুরুত্ব ব্যাখ্যা কর।
৬। উদ্যানতত্ত্বের পরিসর সম্পর্কে ব্যাখ্যা কর।
৭। চারা স্থানান্তর পূর্ব ও পরবর্তী পরিচর্যা সম্পর্কে লিখ।
৮| অধিষ্ঠিত ফটোপিরিয়ড সম্পর্কে আলােচনা কর।
৯। বীজের সুবপ্তাবস্থার সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।
১০| বাংলাদেশে শস্য ভানালাইজেশনের গুরুত্ব লিখ।
গ বিভাগ
১। ক) সাবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য লিখ। খ) গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। গ) সালােকসংশ্লেষণ কি? সালােকসংশ্লেষণের সমীকরণ টি উল্লেখ কর।
২। ক) বীজ কি? ভালাে বীজের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। খ) বীজের সুবপ্তাবস্থা কি? বীজের সুবাবস্থা ভাঙার পদ্ধতিসমূহ ব্যাখ্যা কর। গ) বীজের অংকুরােদগমের সময় শারীরবৃত্তীয়, প্রাণ-রসায়নিক ও অন্যান্য পরিবর্তনসমূহ আলােচনা কর।
৩। ক) বীজতলা কি? একটি আদর্শ বীজতলা তৈরির নিয়ম বর্ণনা কর। খ) কৃষিতাত্ত্বিক ফসল ও উদ্যানতাত্ত্বিক ফসলের মধ্যে পার্থক্য কর।গ) ধানের বীজতলা প্রস্তুতের পদ্ধতি বর্ণনা কর।
৪। ক) এনজাইম কি? এনজাইমের বৈশিষ্ট্যসমূহ লিখ।খ) উদাহরণ সহ এনজাইমের শ্রেণিবিভাগ কর।গ) এনজাইম বিক্রিয়ার কলা কৌশল বর্ণনা কর।
৫। ক) নাইট্রোজেন চক্র কি? নাইট্রোজেন চক্রের সংক্ষিপ্ত বর্ণনা কর। খ) নাইট্রোজেন চক্রের গুরুত্ব ব্যাখ্যা কর। গ) নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতির ধাপসমূহ চিত্রসহ বর্ণনা কর।
৬। ক) সার কি? সার প্রয়ােগ পদ্ধতি ব্যাখ্যা কর।খ) জীবাণু সারের গুরুত্ব উল্লেখ কর গ) সার কি? বিভিন্ন প্রকার সারের শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
৭। ক) পানিকে “ফ্লুইড অফ লাইফ” বলা হয় কেন?খ) কোষরস আরােহণের বিভিন্ন মতবাদ ব্যাখ্যা কর। গ) উদ্ভিদের মূল দ্বারা পানি পরিশােষণ পদ্ধতির সচিত্র বর্ণনা দাও |
৮| ক) আমের চাষপদ্ধতি ও অর্থনৈতিক গুরুত্ব লিখ। খ) আম ও গােলাপের চাষাবাদ যত্ন এবং রােগবালাই দমন সম্পর্কে |লিখ। গ) আমের চারটি উন্নতজাতের নাম লিখ
৯। ক) ভার্নালাইজেশন কি? ভার্নালাইজেশন পদ্ধতি বর্ণনা কর।খ) ভার্নালাইজেশন কি? ভার্নালাইজেশন এর গুরুত্ব লিখ। গ) ফটোপিরিওডিজমের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণিবিন্যাস কর।
১০।ক) C4 গতিপথ কি? রাসায়নিক বিক্রিয়াসহ CO2 আত্তীকরণের C4 গতিপথের বর্ণনা দাও। খ) c চক্র কি? রাসায়নিক বিক্রিয়াসহ C চক্রের ধাপসমূহ বর্ণনা কর। গ) ফটোফসফোরাইলেশন কি? অচক্রীয় ফটোফসফোরাইলেশন পদ্ধতি বর্ণনা কর।
১১। ক) জৈব সার কি? জৈব সার তৈরির পদ্ধতি বর্ণনা কর। খ) সবুজ সার তৈরির পদ্ধতি বর্ণনা কর এবং সবুজ সারের উপকারিতা আলােচনা কর।গ) জৈব সারের সুবিধা ও অসুবিধাসমূহ লিখ।
১২। ক) আগাছা কি? আগাছার উপকারিতা ও অপকারিতা সমূহ |লিখ। খ) কৃষি জমিতে আগাছা দমন পদ্ধতি আলােচনা কর।গ) পাঁচটি আগাছার বৈজ্ঞানিক নাম লিখ।
2016- 2017 সালের পরীক্ষার সকল প্রশ্ন গুলো
HOME
YOUTUBE
Tag :
ডিগ্রী ফাইনাল ইয়ার সাজেশন 2021,
ডিগ্রী সকল বিষয় সাজেশন ২০২১,
ডিগ্রি ১০০% কমন সাজেশন ২০২১,
ডিগ্রী তৃতীয় বর্ষ কমন সাজেশন,
ডিগ্রী ফাইনাল ইয়ার পরীক্ষা-২০২১,
ডিগ্রী সাজেশন,
ডিগ্রী পরীক্ষা সাজেশন ২০২১,
ডিগ্রী তৃতীয় বর্ষ সাজেশন ২০২১,
Degree 3rd year Suggestions Physics
Physics 5th Paper Suggestion 2021,
ডিগ্রী ফাইনাল ইয়ার সাজেশন উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র ২০২১,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 2021,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ডিগ্রী ৩য় বর্ষ ২০২১,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন,
ডিগ্ৰি উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১ ,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র ডিগ্রী তৃতীয় বর্ষ সাজেশন ,
ডিগ্রী ফাইনাল ইয়ার উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১,
ডিগ্রী তৃতীয় বর্ষ উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১,
ডিগ্রি ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১,
উদ্ভিদবিজ্ঞান সাজেশন,
ডিগ্ৰি ৩য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২১,
উদ্ভিদবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ডিগ্রী ৩য় বর্ষ ২০২১